জীবনযাত্রার মান উন্নয়ন এবং কৃষি উপকরন কৃষকদের দোর গোরায় পৌছে দেয়ার লক্ষ্যে ১৯৬১ সনের ১৬ অক্টোবর তারিখে ৩৭ নম্বর অধ্যাদেশ বলে ইষ্ট পাকিস্তান এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন (ইপিএডিসি) প্রতিষ্ঠা লাভ করে, যা বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নামে পরিচিত। বিএডিসি‘র ক্ষুদ্রসেচ উইং এর আওতায় ১৯৬৮ সালে সহকারী প্রকৌশলী (যাঃ পাঃ) হিসাবে রংপুরে একাট জোন দপ্তর খোলা হয় যা বিভিন্ন নামে রুপান্তরিত হয়ে সর্বশেষে ২০০২ সালে রংপুর (সওকা) জোন দপ্তর হিসাবে যাত্রা শুরু করে। এই জোন দপ্তরটি বর্তমানে রংপুর জেলার চার টি উপজেলা (রংপুর সদর, গংগাচড়া, মিঠাপুকুর, পীরগঞ্জ) এর ক্ষুদ্রসেচ উইং এর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে জোনাল দপ্তর হিসাবে কাজ করে। জোন দপ্তরটির আওতায় তিনটি ইউনিট অফিস আছে। যাহা-
০১। রংপুর সদর ইউনিট (রংপুর সদর ও গংগাচড়া উপজেলা)।
০২। মিঠাপুকুর ইউনিট (মিঠাপুকুর উপজেলা)।
০৩। পীরগঞ্জ ইউনিট (পীরগঞ্জ উপজেলা)।
রংপুর (সওকা) জোন দপ্তরটি রংপুর শহরের কলেজ রোডের পুরাতন ট্রাক ষ্টান্ড সংলগ্ন রংপুর জোনাল সেচ ক্যাম্পাসে অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS