Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

http://www.badc.gov.bd/files/Citizen_Charter.pdf

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি) এর সিটিজেন চার্টার

 

১৯৬১ সনের ১৬ অক্টোরব তারিখে ৩৭নং অধ্যাদেশ বলে ইষ্ট পাকিস্থান এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন (ইপিএডিসি) প্রতিষ্ঠা লাভ করে, যা বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি) নামে পরিচিত।

 

কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা হিসাবে বিএডিসি কৃষি উপকরণ ও প্রযুক্তিসমুহ কৃষকদের মাঝে সরবরাহকরণে এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা ও জনগণের খাদ্য নিরাপত্তা অর্জনে অব্যাহত ভূমিকা পালনে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। এ অঙ্গীকার বাস্তবায়নে বিএডিসি’র প্রশাসন উইং, অর্থ উইং, বীজ ও উদ্যান উইং, ক্ষুদ্র সেচ উইং এবং সার ব্যবস্থাপনা উইং একযোগে কাজ করে যাচ্ছে।

 

১. সেবাসমুহ/ কার্যাবলী

    (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অর্ডিন্যান্স- ১৯৬১, জাতীয় কৃষি নীতি- ১৯৯৯ এবং বিএডিসি পুর্নগঠন-১৯৯৯ অনুসরণে)ঃ

 

1.1        বীজনীতি সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান;

1.2       ক্ষুদ্রসেচ উন্নয়নের লক্ষ্যে পানি সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সরকারকে পরামর্শ প্রদান;

1.3       সরকারী ও বেসরকারী উদ্যোগে সার আমদানী সংক্রান্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগীতা প্রদান;

1.4        সার সংক্রান্ত নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও পরামর্শ সেবা প্রদান;

1.5       জমিতে রাসায়নিক সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধকরণ;

1.6       রাসায়নিক সার সংগ্রহ, সংরক্ষণ পূর্বক তা কৃষকদের মাঝে বিতরণ;

1.7       যান্ত্রিক চাষ পদ্ধতি ও সেচ কাজে পাওয়ার পাম্পের ব্যবহার প্রবর্তন;

1.8       গভীর, অগভীর ও হস্তচালিত নলকুপ স্থাপনের মাধ্যমে সেচ সুবিধা প্রদান;

1.9        গবেষণা প্রতিষ্ঠান হতে সংগৃহীত Breeder seed দ্বারা  Foundation seed উৎপাদন যা পরবর্তীতে রেজিষ্টার্ড সীড উৎপাদন পূর্বক

 কৃষকদের মাঝে বিতরণ;

1.10    উৎপাদিত বীজ প্রক্রিয়াজাতপূর্বক কৃষকদের নিকট বিতরণ;

1.11    ফসলের জমিতে সময়মত কীটনাশক ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও সরবরাহ;

1.12    দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জাতীয় কৃষিনীতি, কর্মসূচী এবং  প্রকল্পসমুহ বাস্তবায়ন করা;

1.13    প্রতিযোগীতামুলক বাজারে কৃষকদের জন্য ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ( বীজ, সার, সেচ সুবিধা ইত্যাদি) সরবরাহ নিশ্চিত করা এবং উপকরণ

         বিতরণ ব্যবস্থা বেসরকারীকরণের ফলে কৃষক পর্যায়ে উদ্ভুত সমস্যাবলী দূরীকরণের লক্ষ্যে কৃষি বাজার ব্যবস্থাপনার উন্নয়ন করা;

         কৃষি খামার যান্ত্রিকীকরণ ব্যবস্থাপন উন্নয়ন করা;

1.14     কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিজ্ঞানী কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রমকে ত্বরান্বিত করা;

1.15     কৃষক, ব্যবসায়ী এবং বাণিজ্য সংগঠকদের কৃষি ব্যবসা উদ্যোগকে সহযোগীতা,সহায়তা ও উৎসাহ প্রদান করা এবং সরকার কর্তৃক নির্দ্ধারিত/

          ঘোষিত অন্যান্য সেবাসমুহ প্রদান করা;

1.16    উন্নত বীজ উৎপাদন, সংগ্রহ,প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ,বিপণন ও সীমিত আকারে বীজ শিল্প উন্নয়নে বেসরকারী প্রতিষ্ঠান/ ব্যক্তিকে সেবা প্রদান

1.17     সব্জী, চারা, কলম এবং উদ্যান ফসলের উন্নয়ন ও বাজার সম্প্রসারণ;

1.18     ক্ষুদ্রসেচ সুবিধা প্রদান,সেচ ব্যবস্থাপনা উন্নয়ন,সেচ সম্প্রসারণ ও সেচ দক্ষতা বৃদ্ধির উপর কৃষক প্রশিক্ষণ;

1.19   পানি সম্পদ জরীপ,পানির গুনাগুন পরীক্ষা-পরিবীক্ষণ ও তথ্য সেবা প্রদান;

1.20      দানা জাতীয় শস্য, পাট ও অন্যান্য শস্যবীজ উৎপাদন ও উন্নতমানের বীজ উৎপাদনে সার্বিক সেবা প্রদান;

1.21      শংকর বীজ উৎপাদন ও বাজারজাতকরণ;

1.22  আলুসহ উদ্যান ফসলের বীজ/ চারা উৎপাদনের পাশাপশি ব্যক্তি খাতে বাণিজ্যিক উৎপাদনের নিমিত্তে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরী সেবা প্রদান

1.23    উদ্যান ফসলের আভ্যন্তরীন/ রপ্তানী বাজার সম্প্রসারণের ভৌত সুবিধা ও প্রযুক্তিগত উন্নয়ন এবং এতদ্সংক্রান্ত সহায়ক সেরা প্রদান;

1.24     ক্ষুদ্রসেচ উন্নয়নের লক্ষ্যে পানি সম্পদ উন্নয়ন এবং সরেজমিন দক্ষ সেচ ও পানি ব্যবস্থাপনা (On Farm water management )কর্মসূচী

          বাস্তবায়ন;

1.25     সেচ এলাকা বৃর্দ্ধির জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী প্রকল্প মূল্যায়ন ও দিক নির্দেশনা প্রদান; এবং

1.26     সমন্বিত ও আঞ্চলিক কৃষি উন্নয়নে সেচ ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং সেচ ব্যবস্থাপনায় জরুরী সেবা প্রদান।